সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: বুধবার ১২,মার্চ :: দীর্ঘ ৫০ বছরের আস্ত একটি খাল রাতের অন্ধকারে চুরি।অভিযোগ রাতের অন্ধকারে জেসিবি নামিয়ে খালের দুই দিকের গতিপথ বন্ধ করে সেই খালটিকে একটি মাছ চিংড়ি চাষের জন্য পুকুর তৈরি করা হয়েছে।
সেই সঙ্গে বাগান ও বসতি নির্মাণের জন্য মাটি ভরাট করে দেওয়া হয়েছে। আর ঘটনাটি জানাজানি হতেই গ্রামবাসীরা সরব হন বিষয়টি নিয়ে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

আর সেই খালটি রাতের অন্ধকারে জেসিবি দিয়ে গতিপথ ঘুরিয়ে দিচ্ছেন হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা ইসমাইল পাইক। খালের দুই দিকে আটকে মাটি ফেলে দেওয়া হয়। বড় মাছ চাষের পুকুর তৈরি করে ফেলে। বাকি অংশ জুড়ে মাটি ফেলে ভরাট করা হয় পরবর্তীকালে সেই উঁচু জায়গায় গৃহ নির্মাণ ও বাগান তৈরির জন্য।
তবে এই ঘটনাটি জানাজানি হতেই গ্রামের বাসিন্দারা সরব হয় । বিষয়টি হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত ও জয়নগর থানায় জানানো হয়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। ইতিমধ্যেই জয়নগর থানার পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করেছে ।