জয়সলমেরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা — আগুনে পুড়ে মৃত্যু অন্তত ১৯ জনের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: বুধবার ১৫,অক্টোবর :: রাজস্থানের জয়সলমের জেলায় মঙ্গলবার বিকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বারমের থেকে জয়সলমেরগামী একটি যাত্রীবোঝাই বাস ভয়াবহ আগুনে পুড়ে যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ১৯ জন যাত্রীর।

গুরুতর দগ্ধ অবস্থায় আরও কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকাল প্রায় ৫টা নাগাদ বাসটি যখন জয়সলমেরের কাছে পৌঁছায়,   মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুনে গোটা বাস ভস্মীভূত হয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ও দমকলের চারটি ইঞ্জিন। ঘণ্টা দু’য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকলকর্মীরা জ্বলন্ত বাসের ভেতর থেকে দগ্ধ দেহগুলি উদ্ধার করে জয়সলমের জেলা হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসন ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতি এবং চালকের অসাবধানতাই এই ভয়াবহ দুর্ঘটনার কারণ। নিহতদের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা চালানো হচ্ছে, কারণ অনেকের দেহ এতটাই পুড়ে গেছে যে চেনা সম্ভব নয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (টুইটার)-এ পোস্ট করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ঘোষণা করেছেন, নিহতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ও গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শী মহম্মদ সালিম বলেন, “সংঘর্ষের পর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হয়, আমরা দৌড়ে যাই কিন্তু আগুন এতটাই ভয়ানক ছিল যে কাউকে বাঁচানো সম্ভব হয়নি।”

এই ভয়াবহ দুর্ঘটনায় গোটা জয়সলমের জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রশাসন জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও চলছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + one =