সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: মঙ্গলবার ৯,এপ্রিল :: অশোমেধ ঘোড়ার বিজয় রথ থামল, সোমবার আইপিএলের ২২ নম্বর ম্যাচে চলতি মরশুমের প্রথম হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে চেন্নাই সুপার কিংস নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখল। সাত উইকেটে হারিয়ে দিল তারা কেকেআর কে। এই মুহূর্তে চলতি আইপিএলে একমাত্র চেন্নাই সুপার কিংস হলো প্রথম অপরাজিত দল।
চেন্নাই সুপার কিংস এর কাছে হেরে গেল এখন লীগ টেবিলের দ্বিতীয় নম্বরে রয়েছে কেকেআর। তিন নম্বরে অবস্থান করছে লখনও সুপার জায়েন্ট।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে কেকেআর। জবাবে ১৭.৪ ওভারের প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই সুপার কিংস। ছয় ওভার শেষে কেকেআরের রান এক সময় ছিল এক উইকেট হারিয়ে ৫৬। কিন্তু সেখান থেকেই ছন্দপতন, পরবর্তী ব্যাটসম্যানরা আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেনি। সেই কারণে ১৩৭ রানে আটকে যায় কেকেআর।
রান তাড়া করতে নেমে প্রথম থেকেই ছন্দে ছিল চেন্নাই সুপার কিংস এর ব্যাটসম্যানরা। একই পিচে যেখানে কেকেআরের ব্যাটসম্যানরা খেই হারিয়ে ফেলেছিলেন, চেন্নাই সুপার কিংস এর ব্যাটসম্যানরা যথেষ্ট সাবলীল ছিলেন। দ্বিতীয় উইকেটে ৭০ রান যোগ করেন ঋতুরাজ এবং মিচেল।
নারিনের বলে আউট হয়ে প্যাভেলিয়ানে ফেরেন মিচেল। তবে শেষ পর্যন্ত নট আউট ছিলেন ঋতুরাজ গায়কোয়াড। ৫৮ বলে ৬৭ রান করে দলকে ম্যাচ জিতিয়ে আনেন তিনি। ধোনি যখন ব্যাট করতেন নামেন তখন দরকার মাত্র তিন রান, অনায়াসেই সেই রান তুলে চেন্নাই সুপার কিংস ম্যাচ নিজেদের পকেট বন্দি করে ফেলে।