স্পর্শ দাস :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: ০৫ মে :: পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে উদ্ধার হল তাজা বোমা । এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার জয়নগর দু’নম্বর ব্লকের বেলে দুর্গানগর হাই স্কুল মোড়ে। শুক্রবার এলাকার কিছু যুবক একটি মাটির গাড়ির নিচে একটি তাজা বোমা দেখতে পায়।
এরপর খবর দেওয়া হয় বকুলতলা থানাতে। খবর পেয়ে পৌঁছায় বকুলতলা থানার বিশাল পুলিশ বাহিনী । ঘটনাস্থলে আসেন এসডিপিও ও । পঞ্চায়েত নির্বাচনের আগেই ব্যস্ততম এলাকায় এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে । পুলিশ বোমাটিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করে ।
এলাকায় কিভাবে তাজা বোমা এল , কে রাখলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। যদিও বোমা উদ্ধাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তিগত আক্রমণ করার জন্য কেবা কারা এলাকায় বোমা মজুত করছে তা তদন্ত শুরু করেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ ।
বেলেদুর্গাপুর পঞ্চায়েতের সদস্য আব্দুল আলী বলেন , প্রতিদিনের মতন গাড়ি চালানোর জন্য গাড়ির কাছে আসি । সেই সময় নজরে আসে গাড়ির নিচে একটি বোমা রয়েছে। বোমা দেখে আতঙ্কিত হয়ে পড়ি। তড়িঘড়ি গাড়ির কাছ থেকে সরে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয় । মনে হয় আমার প্রাণে মারার জন্য কেউ বা কারা গাড়ির নিচে বোমা রেখে গিয়েছে । এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।