জলঢাকার বাঁধ ভেঙে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মীনাক্ষী, এলাকায় কোনো মন্ত্রী পৌঁছায়নি বলে অভিযোগ বন্যা দুর্গতদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: বৃহস্পতিবার ৯,অক্টোবর :: জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকালে গধেয়ারকুঠি গ্ৰাম পঞ্চায়েতের হোগলা পাতা এলাকার দুর্গতরা যারা রেল লাইনের মাঝে তাবুতে আশ্রয় নিয়েছেন |    তাদের সঙ্গে দেখা করেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জী। এরপর দুটি রেল লাইন পেরিয়ে জলঢাকার বাঁধের মূল ভাঙন এলাকা এবং সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি।

মীনাক্ষীকে কাছে পেয়ে দুর্গতরা অভিযোগ করেন দুই একবার বিডিও ,জয়েন্ট বিডিওর দেখা পাওয়া গেলেও কোনো বড় নেতা মন্ত্রী তাদের ঘরবাড়ির অবস্থা দেখতে আসেনি। এদিকে এলাকায় পড়ে রয়েছে মৃত গবাদি পশু, দুর্গন্ধে অতিষ্ঠ। প্রয়োজনীয় ওষুধ দরকার।তাদের মূল দাবি বাঁধ, ঘরবাড়িগুলো নির্মাণ করে দেওয়ার।

এদিন মীনাক্ষী মুখার্জী বলেন, দুর্গতদের পুনর্বাসন নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। আমি আপনি সবাই দেখতে পাচ্ছি সরকার দেখতে পাচ্ছে না। রাজ্য সরকারকে মানবিক হতে হবে। বাড়ি ভিটে সব গেছে, কেউ বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 6 =