নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: বৃহস্পতিবার ৬,মার্চ :: জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু হল গণ্ডার গননা। মোট ১৯৩ টি দল এই
গণ্ডার গননার কাজ করছেন। এছাড়া ৪০০ জন নিযুক্ত আছে গণ্ডার গননার কাজে। যার মধ্যে ১৩ টি এন জিও সদস্য ও বনকর্মীরা ও বনদফতরের আধিকারিকরা রয়েছে।