নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: সোমবার ১৯,মে :: জলপাইগুড়িতে বেসরকারি বাস থেকে বাজেয়াপ্ত ৫৩ কেজি গাঁজা। গ্রেপ্তার ৫। এর মধ্যে তিন জন মহিলা। সাতটি ব্যাগে গাঁজা রাখা ছিল। কোচবিহার থেকে জলপাইগুড়ি আসছিল বাসটি।
গোশালা মোড়ে নাকা চেকিংয়ের সময় বাসটিকে দাঁড় করায় পুলিশ। তল্লাশি চালাতেই সিটের নিচে থেকে গাঁজা ভর্তি একের পর এক ব্যাগ উদ্ধার হয়। জেলা পুলিস সুপার উমেশ খণ্ডবাহালে জানিয়েছেন, ধৃতদের বাড়ি কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকায়। মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।’