সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শনিবার ২১,অক্টোবর :: জলপাইগুড়ির রাজবাড়ির সপ্তমী পূজোতে দেবী দূর্গাকে আমিষ ভোগ দেওয়া হয়। শনিবার নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে পূজো শুরু হয়। এরপর মায়ের ভোগ দেওয়া হয়। এদিনের এই আমিষ ভোগে পাঁচ রকম মাছ দেওয়া হয়। এবার মায়ের পাতে ইলিশ, কাতলা, পটল চিংড়ি, পাবদা ও রুই মাছ দেওয়া হয়েছে।
রুপোর থালায় সাজিয়ে অন্যান্য ভোগের সাথে এই পাঁচ রকম মাছ দেওয়া হয়েছে। এদিনই সন্ধ্যার পর অর্ধ রাত্রি পূজো হবে। এই পূজোতে নরবলির প্রথা ছিলো। কিন্তু এখন সেখানে চালের মন্ড দিয়ে মানুষের আকৃতি বানিয়ে কুশ দিয়ে বলি দেওয়া হয়। এর সঙ্গে আট টি পায়রা বলি দেওয়া হয় বলে জানান রাজপরিবারের কূল পুরোহিত শিবু ঘোষাল।