সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শনিবার ২২,জুলাই :: পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ ও ব্যাপক সন্ত্রাসের প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলার প্রতিটি বিডিও অফিসে বিক্ষোভ আন্দোলন করল বিজেপি। শুক্রবার দুপুরে জলপাইগুড়ির বিডিও অফিসেও বিক্ষোভ আন্দোলন করতে দেখা যায় বিজেপি নেতা কর্মীদের।
দলীয় নেতাদের অভিযোগ, ভোট লুঠ ও সন্ত্রাসে মদত দিয়েছে পুলিশ ও প্রশাসনের একাংশ আধিকারিক। এর প্রতিবাদে মিছিল করে বিডিও অফিসে জমায়েত করেছেন দলের তারা। আন্দোলনে অংশ নেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি।
তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ ও ব্যাপক সন্ত্রাসের নাটের গুরু হচ্ছে বিডিও-রা। কারণ, বিডিও অফিসের মাধ্যমেই হয়েছে সমস্ত দুর্নীতি। এদিনের এই বিক্ষোভ আন্দোলনের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য জলপাইগুড়ি সদর বিডিও অফিস চত্বরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়।
বিডিও অফিসের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকায় বিশাল পুলিশ বাহিনী ছিল। বিজেপি নেতা বুবাই কর বলেন, বিডিও অফিসে ঘেরাও কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ ও ব্যাপক সন্ত্রাসের প্রতিবাদ জানিয়েছেন তারা।