নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: রবিবার ১১,জানুয়ারি :: শীতের মরশুম চলছে। চারিদিকে যেন পিকনিক পিকনিক রব। অনেকেই বিশেষ করে ছুটির দিনে মেতে উঠছেন পিকনিকে। বিভিন্ন পিকনিক স্পটে দেখা যাচ্ছে অগণিত মানুষের ভিড়। মানুষ যখন পিকনিক করছে, তাহলে বাদ যাবে কেন দেব-দেবীরা ?
তাই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকিহাট রাধাগোবিন্দ মন্দিরের পক্ষ থেকে এক ব্যতিক্রমী পিকনিকের আয়োজন করা হয়। রবিবার মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে বানেভাসা এলাকায় সাহু নদীর পাড়ে গোপালকে নিয়ে পিকনিকের আয়োজন করা হয়।
শতাধিক ধর্মপ্রাণ মানুষ এই পিকনিকে অংশগ্রহণ করেন। সকালে টিফিনে ছিল পাস্তা। এরপর ভাত, ডাল, নানান ধরনের সবজি সহকারে গোপালকে ভোগ দিয়ে, নিজেদের ভুরিভোজের ব্যবস্থা করা হয়। পিকনিকে অংশগ্রহণকারী প্রত্যেকের চোখেমুখে ছিল অন্যরকম উৎসাহ।

