সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: রবিবার ১৩,আগস্ট :: শহরকে যানজট মুক্ত করতে ফুটপাত দখল মুক্ত করার অভিযানে নামলো জলপাইগুড়ি পুরসভা। ফুটপাত দখল করে ব্যবসা করছে একশ্রেণীর ব্যবসায়ীরা বলে অভিযোগ। যে কারণে চলাচলের সমস্যা বাড়ছে আম জনতার।
এদিন জলপাইগুড়ি পুরসভা ফুটপাত দখলমুক্ত করতে কোতোয়ালি থানার পুলিশকে সাথে নিয়ে শহরে অভিযান চালায়।
শনিবার জলপাইগুড়ি পুরসভার বেশকয়েকজন কাউন্সিলর এবং কর্মী সহ কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে আই সি শহরকে ফুটপাত দখলমুক্ত করতে মার্চেন রোড , দিনবাজার সহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।এদিন রাস্তার ধারে বহু ফুটপাত দখল করে সাজিয়ে রাখা দোকানের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।