জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের শৌচাগারে ব্যক্তির পচাগলা ঝুলন্ত দেহ, দরজা ভেঙে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: মঙ্গলবার ৯,এপ্রিল :: মেডিকেল সূত্রের খবর, তিন-চারদিন ধরে শৌচাগারের দরজা বন্ধ ছিল। এদিন সেখান থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে শৌচাগারের ভেতর থেকে পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার করে।

এখন প্রশ্ন উঠছে, কয়েকদিন ধরে শৌচাগারের দরজা বন্ধ থাকার পরও কেন বিষয়টি হাসপাতালের হাউজ কিপিং স্টাফদের নজরে পড়ল না।

জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি বিভাগের চারতলায় মেল মেডিকেল ওয়ার্ডের শৌচাগার থেকে এক ব্যক্তির পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনাকে ঘিরে মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেডিকেল কলেজ চত্বরে।

মেডিকেলের এমএসভিপি কল্যাণ খান জানিয়েছেন, ঘটনাটি দুঃখজনক। পুলিশকে তদন্ত করতে বলা হয়েছে। মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =