জলপাইগুড়ি রোড রেল স্টেশন কে অত্যাধুনিক স্টেশনে রূপান্তরের কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে সমাপ্ত হবে বলে জানান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: মঙ্গলবার ৮,জুলাই :: সোমবার রেল দফতরের উচ্চ পদস্থ আধিকারিক দের নিয়ে নির্মীয়মান মডেল রেল স্টেশনের কাজ পরিদর্শন করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়।

পরিদর্শন স্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিভিন্ন কাজের অগ্রগতি এবং থমকে থাকার কারণ ব্যাখ্যা করেন তিনি। রোড রেল স্টেশন কে অত্যাধুনিক স্টেশনে রূপান্তরের কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে সমাপ্ত হবে বলে জানান তিনি।

এছাড়াও রোড স্টেশন লাগোয়া ডেঙ্গুয়া ঝাড় রেল গেটের যানজট নিরসনে একটি রেলওয়ে ওভার ব্রিজের নির্মাণের কথা বলতে গিয়ে তিনি বলেন, এর জন্য ইতিমধ্যেই রেল দফতর অর্থ বরাদ্দ করেছে, কিন্তু জমি অধিগ্রহণের কাজে রাজ্যে সরকারের সহযোগিতার সময় মতো না পাওয়ায় থমকে গেছে কাজ।

এছাড়াও জলপাইগুড়ি রেল রোড স্টেশন চত্বরে মাল ওঠানো নামানোর জন্য স্লাইডিং সাইট তৈরির জন্য প্রস্তাব গিয়েছে রেল বোর্ডের কাছে, এটি চালু করা গেলে এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক শক্তি বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 6 =