নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বুধবার ১০,এপ্রিল :: জলপাইগুড়ি লোকসভার সমস্ত বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ওয়েব কাস্ট হবে সমস্ত বুথে। বিশেষ পর্যবেক্ষকের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানিয়ে দিলেন জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভিন।
প্রথম দফার নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে মঙ্গলবার রাতে জলপাইগুড়িতে এসেছেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মা।বুধবার জলপাইগুড়ি পুর্ত দপ্তরের বাংলোতে তিনি বৈঠকে বসেন। বৈঠকে জলপাইগুড়ি লোকসভার তিনজন পর্যবেক্ষক, জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
শামা পারভিন জানিয়েছেন জলপাইগুড়িতে ১৯৮ টি উত্তেজনা প্রবন বুথ রয়েছে। গাইড লাইন অনুযায়ী সমস্ত ব্যাবস্থা গ্রহন করা হবে। এছাড়া জেলার সমস্ত বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সমস্ত বুথে ওয়েব কাস্ট হবে।