নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: শনিবার ৬,জুলাই :: জলমগ্ন গোটা ধুপগুড়ি পৌরসভা। একের পর এক সমস্যায় জর্জরিত পৌরবাসী। রাস্তাঘাট থেকে শুরু করে শোবার ঘর এমন কি রান্নাঘর সব জায়গাতেই জলমগ্ন । পানীয় জল থেকে শুরু করে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই এখন নোংরা নর্দমার জলে ভর্তি।
অভিযোগ পৌরকর্তা থেকে শুরু করে কোন আধিকারিকের দেখা মিলছে না। ভোট আসলে এদের কদর বাড়ে তবে ভোট মিটে গেলে দেখা মিলেনা কোন জনপ্রতিনিধির। ধুপগুড়ি পৌরসভা এই জলমগ্ন ছবি কবে হবে পরিবর্তন। সংশয়ে ধুপগুড়িবাসী