নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১০,মে :: আজ থেকে কিছু কারণবশত শিলিগুড়ি পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডগুলিতে জলপরিসেবা বিঘ্নিত হবে । বেশ কিছুদিন জলের সমস্যা চলবে। এই বিষয়ে আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছে। এইজন্য মানুষকে পানীয় জল কিনে খেতে হচ্ছে।
এপেক্স পানীয় জলের কোম্পানির কর্মরত একজন জানান আগেও পানীয় জলের যা দাম ছিল তাদের কোম্পানিতে একই দাম রয়েছে। জলের দামের কোন পরিবর্তন হয়নি। তারা জলের এই সমস্যার সময়ে পানীয় কোনভাবেই জলের দাম বাড়াচ্ছেন না।