নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কামারহাটি :: রবিবার ২০,জুলাই :: বিটি রোডের ধারে দীর্ঘদিনের জমা জলের সমস্যায় কামারহাটি। অল্প বৃষ্টি হলেই পানিহাটি থেকে কামারহাটির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বর্ষা শুরু হতেই সমস্যা উঠেছে চরমে।
সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন কামারহাটির পুরোনো ও নতুন আসবাবপত্র বিক্রেতারা। তাদের দোকানে থাকা অধিকাংশ আসবাবপত্র জলের নিচে ডুবে গিয়েছে। ফলে একে তো পণ্যের ক্ষতি, অন্যদিকে টানা ১০ থেকে ১৫ দিন ধরে দোকানে কোনও ক্রেতা নেই।
ব্যবসায়ীদের অভিযোগ, জমে থাকা জল রীতিমতো কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে উঠেছে। সেই জল পেরিয়ে ক্রেতারা দোকানে আসতেই চাইছেন না। ব্যবসার এই অচলবস্থা চিন্তার ভাঁজ ফেলেছে বহুজনের কপালে।
জায়গা ছোট হওয়ায় বিক্রয় যোগ্য দ্রব্য জমা জলে ডুবে ক্ষতি হচ্ছে। যার কোন স্থায়ী সমাধান নেই ব্যবসায়ীদের কাছে। তাই শীঘ্রই জল নিষ্কাশনের স্থায়ী সমাধান না হলে তারা পথে বসতে বাধ্য হবেন।
অন্যদিকে, এই কামারহাটি অঞ্চল মূলত শিল্পভিত্তিক এলাকা হওয়ার কারণে কলকারখানার একাধিক দাহ্য পদার্থ এই জমা জলের সঙ্গে মিশে আরও দূষিত করছে এলাকা।