জলের তোড়ে নিশ্চিহ্ন অস্থায়ী বাঁশের সেতু!নৌকাতেই চলছে ঝুঁকির পারাপার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডেবরা  :: বৃহস্পতিবার ১২,অক্টোবর :: কথায় আছে “নদীর ধারে বাস সুখ দুঃখ বারোমাস” তেমনই অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ওপর দিয়ে বয়ে গেছে কাঁসাই নদী এপার ডেবরা ব্লকের অন্তর্ভুক্ত হলেও ওপার কেশপুর এলাকার অন্তর্গত।

ডেবরা ব্লকের খানামোহন ৪ নং অঞ্চলের এপার খানামোহন বাজারের তীরবর্তী বাসিন্দা সহ ওপরের গোপীনাথপুর, বিশ্বনাথপুর গ্রামের হাজারো মানুষ রোজ নদী পেরিয়ে ডেবরা এলাকায় তাঁদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে যাতায়াত করেন। একমাত্র ভরসা অস্থায়ী বাঁশের সেতু।

অকাল বর্ষা আর ডিভিসির জল ছাড়ার কারণে সদ্য কাঁসাই নদীর জল অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। এমন ভাবেই বৃদ্ধি পায় যে নদী পারাপারের একমাত্র যে মাধ্যম অস্থায়ী বাঁশের সেতু, সেই সেতু আজ নিশ্চিহ্ন ! নদীর জলে বয়ে গেছে। এর ফলে চরম অসুবিধায় পড়েছে নদীর এপার ও ওপাড়ের অঞ্চলের প্রায় ৩০ টি গ্রামের মানুষ।

গোপীনাথপুরের বাসিন্দারা নিত্য প্রয়োজনে এমনকি ডেবরা হাসপাতাল যেতে গেলেও এই বাঁশের সেতু পেরিয়েই যেতে হয়। কিন্তু জল বাড়ায় তারা চরম অসুবিধার সম্মুখীন হয়েছে। নদীর ওপারে একাধিক প্রাইমারি স্কুল থেকে ঝিকুরিয়া হাইস্কুল যেতে ছাত্র ছাত্রীরা এই বাঁশের সেতু দিয়েই যাতায়াত করে। এই অস্থায়ী সেতুটিই তাঁদের প্রধান ভরসা। নদীর জল বাড়লে তাঁদের সবার যাতায়াতে বাধা হয়ে দাঁড়ায়, সৌজন্যে হঠাৎ নদীর জলবৃদ্ধি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + fifteen =