নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: ফের জলের তোড়ে ভেসে গেলো কাঁকসার শিব পুর থেকে বীরভূম যাওয়ার অজয় নদের উপর অস্থায়ী ব্রিজ। শুক্রবার রাত থেকে হঠাৎই অজয় নদে জল স্তর বেড়ে যায়।যার জেরে নদের উপর অস্থায়ী ব্রিজ জলের তোড়ে ভেসে যাওয়ায় বন্ধ হয়ে যায় অস্থায়ী ব্রিজ দিয়ে যান চলাচল।
যদিও গত মাসে পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস আগেই জানিয়েছিলেন আগামী প্রায় অক্টোবর মাস পর্যন্ত বন্ধ থাকবে অস্থায়ী ব্রিজ। জল কমলে যান চলাচল স্বাভাবিক হবে। আবার জল বাড়লে বন্ধ রাখা থাকবে যান চলাচল। যত দিন না স্থায়ী ব্রিজ তৈরি হোচ্ছে ততদিন এই ভাবেই চলতে হবে।
হটাৎ করে ব্রিজ ভেসে যাওয়ায় সমস্যায় পড়েন নিটয়্যাত্রীরা। তারা জানিয়েছেন না জেনেই বীরভূম যাওয়ার উদ্যেশ্যে বেরিয়েছিলেন। নদের পাড়ে পৌঁছে দেখেন যাতায়াত পুরোপুরি বন্ধ। বাধ্য হয়ে ঘুর পথে নিজেদের গন্তব্যে ফিরতে হয়।
পাশাপাশি সমস্যায় পড়েন এলাকার সবজি ব্যবসায়ীরা।
যে সমস্ত সবজি ব্যবসায়ীরা কাঁকসার শিবপুর থেকে বীরভূমের অজয় নদের ঘাটে বা বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে কাঁচা সবজি বিক্রি করতে যান সমস্যায় পড়েন তারা। ফলে আগামী দিনে জল না কমলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা সবজি বিক্রেতাদের।