নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: শুক্রবার ১৪,নভেম্বর :: তীব্র জলসংকটে ক্ষুব্ধ স্থানীয়রা জামুড়িয়ার শ্রীপুর মোড় মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিপুল সংখ্যক মহিলা-সহ এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে ।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকায় চরম জলসংকট দেখা দিয়েছে। আগে যেখানে নিয়মিত জল পাওয়া যেত, এখন সেখানে সরবরাহ অনিয়মিত ও অপ্রতুল। অনেক সময় টানা কয়েক দিন জল বন্ধ থাকে, ফলে নিত্যপ্রয়োজনীয় কাজে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
এই অবরোধের জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেয় দ্রুত সমস্যার সমাধানের। পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয় এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

