নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ২৪,আগস্ট :: স্কুলের ক্লাসরুম, বারান্দা এবং স্কুল ঢোকার রাস্তাতে জমে জল ! সেই জলের মধ্যেই হেঁটে চলে বেড়াচ্ছে বিষধর সাপ। বর্ষার সময় প্রতিবছরই এমনই অসুবিধার সম্মুখীন হতে হয় নন্দগ্রাম প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের।
স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন দপ্তরে জানিয়েছে বিষয়টি কিন্তু কোন ফল হয়নি, এরপরেই পূর্ব বর্ধমান জেলার কালনা কাটোয়া STKK রোডের উপর স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবক পথ অবরোধে সামিল হয় । তাদের সাথে যোগ দেন স্কুলের শিক্ষকরাও ।অভিভাবকদের অভিযোগ স্কুলের জল ঢুকে রয়েছে, জল নামতে দু তিন দিন সময় লাগে। আর তার ওপর সেই জলে সাপও দেখা গিয়েছে, এমন কি স্কুলের দেওয়ালেও ফাটল, টালির চাল ভাঙ্গা। যে কোন মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে সমস্যার সমাধান চাই তাই এই পথ অবরোধ করেছি।
পথ অবরোধ তুলতে এলে পুলিশের সাথেও তর্কবিতর্ক হতে দেখা যায় গার্জিয়ানদের। এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক তিনি বলেন বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েছি কোনো ফল হয়নি। আমরা স্থায়ী সমস্যার সমাধান চাইছি আর তাই পথ অবরোধে সামিল হয়েছি।