নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শুক্রবার ১০,অক্টোবর :: উত্তরবঙ্গে লাগাতার বন্যা পরিস্থিতিতে একের পর এক বন্যপ্রাণী ভেসে গিয়েছে জলে, কোথাও দেখা মিলেছে গন্ডার ভেসে যাওয়া, আর এরই মধ্যে জলে ভেসে আসা চিতা বাঘের শাবক দেখা মিলল মাথাভাঙ্গার পূর্ব গোপালপুরে। জানিয়ে বর্তমানে আতঙ্কে এলাকাবাসী।
জানা যায় কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ নং ব্লক এ গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব গোপালপুরে স্থানীয়রা হঠাৎ একটি চিতা বাঘের শাবক দেখেন যা দেখে হতবাক পূর্ব গোপালপুরের গ্রামবাসী।
খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায় এরপর খবর দেওয়া হয় বন দপ্তরে সেখান থেকে আধিকারিকরা এসে শাবকটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে খবর শাবকটি বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছে। তাদের প্রাথমিক ধারণা উত্তরবঙ্গে বন্যার জেরেই জলে ভেসে এসেছে শাবকটি।