নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: জল্পনা যা নিয়ে চলছিল, সেটাই হল ঋদ্ধিমান সাহার ক্ষেত্রে। ত্রিপুরার ক্রিকেটার কাম মেন্টর হলেন বাংলার সদ্য প্রাক্তন এই কিপার ব্যাটসম্যান। শুক্রবারই চুক্তিপত্রে সই করে দিয়েছেন।
গত সপ্তাহেই সিএবি থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে এসেছিলেন। তারপর আভাস দেন ত্রিপুরায় সই করার কথা।বাংলার প্রতি একরাশ অভিমান ছিল তাঁর। ঋদ্ধি মনে করেছেন আরও সম্মান প্রাপ্য ছিল বাংলা ক্রিকেট থেকে। বাংলা ছেড়ে চলে যেতে তার মনটা খারাপ লাগছে ঠিকই,তবে তার আর কিছুই করবার ছিল না,জানালেন ঋদ্ধি ।
তিনি আরো জানালেন তিনি এখন শুধুমাত্র ত্রিপুরার জন্যই ভাবতে চান,আর কিছু ভাববার সময় তার কাছে আপাতত নেই।যতদিন ক্রিকেট খেলবেন ততদিন তিনি ত্রিপুরাতেই থাকবেন বলে জানিয়ে দিলেন ঋদ্বিমান সাহা।
সৌরভের পর দ্রাবিড়কেও একহাত নিয়েছেন ঋদ্বি।তিনি জানালেন এত বড় বড় ক্রিকেটারদের কাছ থেকে তিনি এটা কখনোই আশা করেন নি।