জল্পেশ মন্দিরের ঐতিহ্য বাঁচাও কমিটির চিঠি জল্পেশ মন্দিরে সম্পাদক কে দিতে গেলে চিঠি নিলেন না কেউ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: মঙ্গলবার ১৬,সেপ্টেম্বর :: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব কে একটি চিঠি তুলে দিতে গেলেন জল্পেশ মন্দির ঐতিহ্য বাঁচাও কমিটির একটি প্রতিনিধি দল ।

প্রায় আড়াইটা থেকে ছয়টা অবধি মন্দিরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটাছুটি করতে করতে অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন ।

এদিন ট্রাস্টি বোর্ডের সম্পাদক এর অফিসে গেলে সেখানে অফিস বন্ধ থাকায় ,মন্দিরের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা কর্মীদের চিঠিটি দিলে তারা সেই চিঠিটি নিতে পারবেন না বলে জানিয়েছেন । অভিযোগ সম্পাদকের চিঠি তারা নিতে পারবেন না।

প্রশ্ন এখানেই এত বড় একটি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মন্দির তাহলে কি সম্পাদক না থাকলে মন্দিরের দায়িত্ব কেউ থাকবে না। এ বিষয়ে মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক কে ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 3 =