নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: রবিবার ২৮,জানুয়ারি :: নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের আমদাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ১৫৮ নম্বর বুথে সাবমারসিবল বসানোর জন্য পঞ্চায়েত থেকে টেন্ডার করা হয়। টেন্ডার অনুযায়ী কন্টাকটর ওই বুথে সাবমারসিবল বসানোর কাজ শুরু করে।
সমস্যার সূত্রপাত হয় গত দুদিন আগে।বিজেপি কর্মীরা, সাবমারসিবল পাম্প বসানোর কাজ বন্ধ করে দেয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ৮২৩১ নম্বর দাগ নম্বরের জায়গায় সাবমারসিবল বসানোর জন্য টেন্ডার করা হয়েছে পঞ্চায়েত থেকে, কিন্তু পঞ্চায়েত থেকে সাবমারসিবল বসানো হচ্ছে ৮৩৩১ নম্বর দাগের জায়গায়।
সেই অভিযোগ কে সামনে রেখে বিজেপি কর্মীরা, সাবমারসিবল বসানোর কাজ বন্ধ করে দেয়। বর্তমানে সমস্যায় পড়েছে ওই এলাকায় বসবাসকারী প্রায় কুড়ি থেকে ২৫ টি পরিবার। এলাকাবাসীর দাবি তারা দীর্ঘদিন রাস্তা এবং জলের সমস্যায় ভুগছিলেন। পঞ্চায়েত থেকে এ বছর টেন্ডার করে সাবমারসিবল পাম্প বসানোর ব্যবস্থা করা হয়।