জল, জঙ্গল পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর অসংখ্য পর্যটক ছুটে আসেন ‘বাঁকুড়ার রাণী’ মুকুটমণিপুরে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শুক্রবার ৩,জানুয়ারী :: জল, জঙ্গল পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর অসংখ্য পর্যটক ছুটে আসেন ‘বাঁকুড়ার রাণী’ মুকুটমণিপুরে। বছরের শুরুতেই ভ্রমণ প্রিয় বাঙ্গালী সকাল থেকেই বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে।

কেউ আসছেন পিকনিক করতে, তো আবার কেউ আসছেন নতুন বছরে নিখাদ আনন্দ উপভোগ করতে।চলছে রান্না, হৈ হুল্লোর সব মিলিয়ে বছরের শুরুতেই জমজমাট আনন্দ উপভোগ করছেন তারা।

এখানে এসে জলাধারে নৌকাভ্রমণ , মুশাফিরানা, ডিয়ার পার্ক , পরেশনাথ শিব মন্দির, বারোঘুটু পাহাড় ঘুরে সোনাঝুরি ইকো পার্কে খানিক বিশ্রাম করে নিচ্ছেন অনেকেই।

জলাধারের পাশে ব্যবসায়ীরা হরেক রকম রঙিন জিনিসের প্রসরা নিয়ে বসে রয়েছেন। কেনা কাটা হচ্ছে ভালোই তাই খুশি ব্যবসায়ীরা। আগত পর্যটকদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, তার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে খাতড়া মহকুমা প্রশাসন। সেকারণেই সব জায়গাতেই স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − six =