নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: রবিবার ২০,এপ্রিল :: বীরভূমের রামপুরহাটে জল ঢুকে বন্ধ রামপুরহাট মেডিকেলের সিটি স্ক্যান ও এক্স-রে পরিষেবা, রোগীদের চরম ভোগান্তি।*
অল্প বৃষ্টিতেই জল ঢুকে পড়ল রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান ও এক্স-রে বিভাগে। ফলে আপাতত বন্ধ হয়ে গেল দুই গুরুত্বপূর্ণ পরিষেবা। ভোগান্তির শিকার রোগী ও তাঁদের পরিজনেরা।
প্রসঙ্গত, দু’মাস আগেও একই কারণে বন্ধ ছিল এক্স-রে পরিষেবা। হাসপাতালের এই বেহাল পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন—কেন বারবার আশ্বাস মিললেও স্থায়ী সমাধান হচ্ছে না?
হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। রোগীদের প্রশ্ন, “এই রকম জরুরি পরিষেবা বন্ধ থাকলে আমরা যাব কোথায়?”