নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মন্তেশ্বর :: সোমবার ২১,এপ্রিল :: জল প্রকল্পের পাইপ চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত মহঃ জুবের নাডাগ বিহারের রামপুরা এলাকার বাসিন্দা। ধৃতকে পেশ করা সোমবার কালনা মহকুমা আদালতে ।রবিবার তাকে বসিরহাট থেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, দিন কয়েক আগে মন্তেশ্বরের বাঘাসন পঞ্চায়েতের ইন্দ্রপুর গ্রামের দিঘির পাড় সংলগ্ন এলাকায় যে জল প্রকল্পের কাজ চলছিল সেখান থেকে বেশ কিছু দামি পাইপ চুরি যায়। ঘটনায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায় ওখানকার ঠিকাদার।
অভিযোগের ভিত্তিতে দিন কয়েক আগেই একজনকে গ্রেফতার করেছিল মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ তদন্তের জন্য তাকে আদালতে ৫ দিনের পুলিশ হেফাজতে নিয়ে আসে। তদন্তে মহঃ জুবেরের নাম উঠে আসে।
এরপর পুলিশ ধৃতদের সঙ্গে নিয়ে বসিরহাটের একটি গোডাউন থেকে ৬৫ টি পাইপ উদ্ধার করে মন্তেশ্বর থানার পুলিশ। শুক্রবার ধৃতদের কালনা আদালতে তোলে মন্তেশ্বর থানার পুলিশ।