রাজা ভঞ্জ চৌধুরী :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ২৮,এপ্রিল :: ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীক গোয়েন্দা দপ্তর জানিয়েছে বাংলাদেশের আকাশ ব্যবহার করে ভারতকে আক্রমণ করতে পারে, জঙ্গি সংগঠনগুলো
এবার তারই নজর ও সুরক্ষা বাড়াতে বিএসএফ তৎপরতা শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সরুপনগর থেকে হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানা পর্যন্ত মোট ৯৪ কিলোমিটার সীমান্তে । তারমধ্যে ৫০,কিলোমিটার জল সীমান্ত স্থল সীমান্ত ৪৪, কিলোমিটার।
যাতে সুরক্ষার নজর এড়িয়ে জঙ্গি সংগঠনগুলো জল আকাশ ভূমি ব্যবহার করে সন্ত্রাসবাদি কার্যকলাপ না করতে পারে তার জন্য অতিরিক্ত বাহিনী মোতায়ন করা হয়েছে। সীমান্ত সুরক্ষা নজরদারি বাড়ানো হয়েছে দিন ও রাত্রে
অন্যদিকে অত্যাধুনিক ইজরাইল রাডার ড্রোন নাইটভিশন ক্যামেরা কাজে লাগানো হচ্ছে । সীমন্ত সুরক্ষা কোনরকম ভাবে ঘাটতি রাখতে চাইছে না বিএসএফ কারণ ইতিমধ্যে তাদের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে নির্দেশিকা এসেছে।