জাঁকজমকপূর্ণভাবে জাগ্রত ওলাইচন্ডী পুজো পালিত হলো বৃহস্পতিবার মহাসমারোহে,বর্ধমান শহরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান ::বৃহস্পতিবার ২৫,মে :: জাঁকজমকপূর্ণভাবে জাগ্রত ওলাইচন্ডী পুজো পালিত হলো বৃহস্পতিবার মহাসমারোহে,বর্ধমান শহর থেকে ৫কিলোমিটার দূরে অবস্থিত মা ওলাইচন্ডীর মন্দির। এটা অবস্থিত বেচার হাট ২নং বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জাগ্রত মা ওলাইচন্ডী মন্দিরে রাজ্যের ভিন জেলা থেকে ভক্তরা উপস্থিত হন পুজো দিতে। জানা যায় ১৫০বছর আগে গ্রামের এক মহিলাকে স্বপ্ন দেখায় পুজো করার জন্য,আর সেই মোতাবেক ওই মহিলা স্বপ্ন অনুযায়ী একটি গাছের নিচে পূজা অর্চনা শুরু করেন,সেকাল থেকে একাল পর্যন্ত অব্যাহত রয়েছে মা ওলাইচন্ডীর পুজো।

মায়ের জাগ্রত আবির্ভাবের জন্য ভক্তদের ভিড় উপচে পড়ছে বৈকুণ্ঠপুর ওলাইচন্ডী মন্দিরে। কার্যতঃ এই মন্দিরে ২০ জন মায়েরা মানসিক করে ছিলেন বাচ্চা পাওয়ার জন্য মায়ের কামনায় ২০জন মায়েদের বাচ্চা হয়েছে,এদিন তাঁরা বাচ্চাদের দাড়িপাল্লায় রেখে বাচ্চার ওজন অনুযায়ী ফলদান করেন।

অন্যদিকে মানসিক পূরণের জন্য ৩০০ জন মহিলা পুরুষ মাটিতে শুয়ে শুয়ে দণ্ডি কাটেন। সব মিলিয়ে মা ওলাইচন্ডী মন্দিরকে সামনে রেখে চলবে পাঁচদিন ব্যাপী মেলা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + thirteen =