উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ ::বর্ধমান :: পশ্চিমবঙ্গে জাওয়াদ অবস্থান করবে গভীর নিম্নচাপ হিসেবে। তার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর তাতেই মাথায় হাত পড়েছে চাষীদের। এমনিতেই সোসকের উপদ্রবে ধানের ফলন খুব একটা ভাল হয়নি। তার উপরে আবার নিম্নচাপের বৃষ্টিতে কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।
এবার গোদের ওপর বিষফোঁড়া জাওয়াদের জেরেব গভীর নিম্নচাপ। এখনো পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার রায়না থানা এলাকার বেঁন্দুয়া গ্রামের কৃষকরা সমস্ত ধান কেটে ঘরে তুলতে পারেননি। আগামীকাল থেকেই ধান কাটতে শুরু করেছেন তারা। তার উপরে আবার ওই এলাকার বেশিরভাগ ধান চাষের জমিতে সুগন্ধি ধানের চাষ করেছেন। ইতিমধ্যেই ক্ষয়ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।
লাভের মুখ খুব একটা দেখবেন না বলেই আশংকা করছেন তারা। কিন্তু ফের নিম্নচাপের বৃষ্টিতে মাঠের ধান যে মাঠেই পড়ে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। সেইজন্যই কৃষকদের চোখেমুখে হতাশার ছাপ। আগামী দিনে কিভাবে সংসার চলবে ভেবে কূলকিনারা পাচ্ছেন না তারা।