নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জাঙ্গিপাড়া :: বুধবার ১০,ডিসেম্বর :: হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার রাতে জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে প্রাসাদপুর, সীতাপুর বাজার, বহানা বাজার, বোরেহোল বাজারসহ থানার অন্তর্গত বিভিন্ন দুর্গম এলাকায় বিস্তৃত বাইক প্যাট্রোলিং অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় পুলিশ আধিকারিক ও কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, এলাকায় সচেতনতা বৃদ্ধি, জনসাধারণের আস্থা বাড়ানো এবং পুলিশ-জনসম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এছাড়া এদিনের প্যাট্রোলিংয়ের মূল উদ্দেশ্য ছিল—১)এলাকায় সার্বিক নজরদারি জোরদার করা, ২)সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা, ৩)আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ৪)এবং প্রয়োজনে দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা।
জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্যাট্রোলিং অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে

