নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: রবিবার ২৮,সেপ্টেম্বর :: হুগলি গ্রামীণ পুলিশ জেলার পক্ষ থেকে, জাঙ্গিপাড়া থানা দুর্গাপূজার প্রাক্কালে আঁটপুর রামকৃষ্ণ মঠে “স্নেহের পরশ” ব্যানারে একটি শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় ।
কর্মসূচি চলাকালীন, ছোট ছোট কচিকাঁচা ও খুদে শিক্ষার্থীদের মধ্যে মোট ৩৫১টি পাঠ্য পুস্তক বহনকারী নতুন ব্যাগ, জলের বোতল এবং অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও, শিক্ষকদের মধ্যে কিছু পোশাকও বিতরণ করা হয়।
এসডিপিও চণ্ডীতলা, শ্রী তমাল সরকার DSP(U/T) শ্রী রজত কুমার ঘোষ এবং সার্কেল ইন্সপেক্টর চণ্ডীতলা, শ্রী সন্দ্বীপ গাঙ্গুলীর উপস্থিতিতে অনুষ্ঠানটি মাধুর্য মন্ডিত হয়ে ওঠে ।