জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা : নবরাত্রির প্রথম দিন থেকেই জিএসটি সংস্কারের সুবিধা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: রবিবার ২১,সেপ্টেম্বর :: নবরাত্রির প্রথম দিন থেকেই সারা দেশের জনগণকে জিএসটি সংস্কারের সরাসরি সুবিধা দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশ্যে এক বিশেষ ভাষণে তিনি জানান, নতুন করে চালু হওয়া “জিএসটি সংস্কার প্যাকেজ” ব্যবসা ও সাধারণ মানুষ উভয়ের জীবনকে সহজ করবে।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই উৎসবের এই শুভক্ষণ থেকেই জনগণের হাতে পৌঁছে যাক উন্নতির উপহার। নতুন জিএসটি ব্যবস্থার মাধ্যমে কর কাঠামো আরও সরল ও স্বচ্ছ হবে। এতে শুধু ব্যবসায়ী ও শিল্প নয়, সাধারণ পরিবারও উপকৃত হবেন।”

সংস্কারের মূল দিকসমূহ ::

প্রয়োজনীয় পণ্যে করছাড় : দৈনন্দিন ব্যবহার্য পণ্যে জিএসটি হার কমানো হয়েছে।
ছোট ব্যবসার জন্য স্বস্তি : ছোট ও মাঝারি ব্যবসার জন্য রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করা হয়েছে।

ডিজিটালাইজেশনে জোর : নতুন সংস্কারে অনলাইন ফাইলিং ও রিফান্ড আরও দ্রুত হবে।
ভোক্তা সুরক্ষা : অতিরিক্ত কর আরোপ করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, এই পদক্ষেপে উৎসবের মরশুমে বাজারে চাঙাভাব ফিরবে এবং অর্থনীতিও গতি পাবে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, জিএসটি সংস্কার কার্যকর হলে উৎসবকালীন কেনাকাটা থেকে শুরু করে সাধারণ মানুষের মাসিক বাজেট—সব ক্ষেত্রেই স্বস্তি মিলবে।

👉 প্রধানমন্ত্রী তাঁর ভাষণ শেষ করেন এই বার্তায় যে, “নবরাত্রি শুধু ভক্তির নয়, নতুন শুরুর প্রতীক। এই সংস্কারের মাধ্যমে আমরা নতুন ভারতের পথে আরও এক ধাপ এগোলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =