আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি ডেস্ক :: বৃহস্পতিবার ৯,অক্টোবর :: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বড় সাফল্য অর্জন করল ভারত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবিতে ভারতের পাশে দাঁড়াল ব্রিটেন।
লন্ডনের তরফে এই সমর্থনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কূটনৈতিক জয় হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, “বর্তমান বিশ্ব ব্যবস্থায় ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের স্থায়ী সদস্যপদে ভারতের অন্তর্ভুক্তি সময়ের দাবি।” এই ঘোষণার পর নয়াদিল্লিতে স্বস্তির হাওয়া বইছে।
দীর্ঘদিন ধরেই ভারত দাবি জানিয়ে আসছিল যে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুত বিকাশমান অর্থনীতির দেশ হিসেবে তাদের জাতিসংঘের স্থায়ী সদস্যপদ প্রাপ্য। মোদি সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই আজ আন্তর্জাতিক মহলে ভারতের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সমর্থনের মাধ্যমে ভারত শুধু কূটনৈতিক ক্ষেত্রেই নয়, বৈশ্বিক নেতৃত্বের দৌড়েও এক ধাপ এগিয়ে গেল। এখন নজর থাকবে, আমেরিকা, রাশিয়া ও চীনের পরবর্তী অবস্থানের দিকে।
চলবে কি ভারতের স্থায়ী সদস্যপদ নিশ্চিত করার কূটনৈতিক লড়াই? বিশ্ববাসী অপেক্ষায়।