নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: সোমবার ১৫,জানুয়ারি :: কিক বক্সিংয়ে রায়গঞ্জের মেয়ে তানিয়া ভট্টাচার্যের সাফল্য অনবদ্য। রায়গঞ্জের মিলনপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা কর্মী সোমনাথ ভট্টাচার্যের একমাত্র মেয়ে হলো তানিয়া ভট্টাচার্য্য । কেন্দ্রীয় খেলমন্ত্রকের আয়োজিত জাতীয়স্তরের কিকবক্সিং প্রতিযোগিতা ‘খেলো ইন্ডিয়া উইমেন কিকবক্সিং লীগে’ দুটি আলদা বিভাগে পদক জয় করেছে।
যার মধ্যে রয়েছে ‘ কিকলাইট’ বিভাগে সোনা এবং ‘পয়েন্ট ফাইট ‘ বিভাগে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জয়। উল্লেখ্য ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী হলো তানিয়া। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ছিল বিশেষ টান। বিদ্যালয় স্তরেও খেলাধুলায় অনেকগুলি পুরস্কার জিতেছে । তার বাবার অনুপ্রেরণায় কিকবক্সিং-এ , আত্মরক্ষার কৌশল শিখতেই কিকবক্সিংকে সে বেছে নেয়।সেই খেলা তাকে সাফল্য এনে দেওয়ায় সে দারুণ খুশি।
আগামীতে তার ইচ্ছে সরকারি চাকরি করা। খেলাধুলা কে সমানতালে এগিয়ে নিয়ে যেতে চায়। এই সাফল্যের পেছনে কারন কি ? সে জানায় তার পরিবার এবং কোচ মনোজ কুমার রায়ের অবদান রয়েছে তার সাফল্যের পিছনে। তাঁর মা বনশ্রী ভট্টাচার্য জানান মেয়ের শখ পূরণ করতেই সর্বদাই পাশে দাঁড়ান বলে জানালেন। তিনি মেয়ের সরকারি চাকরির প্রত্যাশী করলেও খেলাধুলাকে কখনোই পিছিয়ে রাখতে চান না।