নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: শুক্রবার ২৬,সেপ্টেম্বর :: বীরভূমের মাটিতে আবারও জন্ম নিল নতুন গর্ব। চক দোনাইপুর কংকালী পঞ্চায়েতের কন্যা রিমি দাস কলকাতার জুডো ক্লাব-এ অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন।
ক্লাস নাইনের ছাত্রী রিমি পড়াশোনা করছে কাপাসটিকুড়ি শ্রীশ্রী কংকালীমাতা বিদ্যাপীঠে। এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছে ছায়াপিঠ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ।
সংগঠনের সেক্রেটারি বুদ্ধিশ্বর মণ্ডল রিমিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “রিমি শুধু বীরভূম নয়, গোটা পশ্চিমবঙ্গের গর্ব হয়ে উঠছে।” একইসঙ্গে তাঁর কোচ অভিজিৎ স্যারকেও সম্মান জানানো হয়।
আগামী দিনে রিমি জাতীয় প্রতিযোগিতায় (National Championship) অংশ নেবেন। রাজ্য সরকারের তত্ত্বাবধানে তাঁর যাত্রা নিশ্চিত হয়েছে। স্থানীয় মানুষের আশা, রিমি আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য আনবেন।
উল্লেখযোগ্য যে, বোলপুর শান্তিনিকেতনেই এক সময় রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বিশ্বভারতীতে প্রথমবার জুডো শেখানোর ব্যবস্থা হয়েছিল। আজ সেই ঐতিহ্যকে বয়ে নিয়ে নতুন ইতিহাস রচনা করছে রিমি।