নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৯,জানুয়ারি :: ওয়াটার অ্যাডভেঞ্চারে জাতীয় পুরস্কার জয় করে রাজ্যের মুখ উজ্জ্বল করলেন পূর্ব বর্ধমান জেলার কালনার মেয়ে সায়নী দাস। রাজ্যের একমাত্র প্রতিনিধি হিসেবে এই সম্মান অর্জন করেছেন তিনি।
জাতীয় স্তরে এমন সাফল্য এনে দেওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছে শনিবার কালনা মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশন। কারণ, এই বিদ্যালয়ের প্রাক্তনী সায়নী দাস। তাঁর এই অসামান্য কৃতিত্বে খুশি শুধু শিক্ষিকারা নন, আনন্দে ভাসছেন এলাকার বাসিন্দা এবং বর্তমান ছাত্রছাত্রীরাও।
সায়নী দাসের স্বপ্ন সপ্তসিন্ধু জয় করা। এই পুরস্কার জয় তাঁর সেই স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে দিল। সায়নী জানান, “এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। তবে, এটি কেবল শুরু। সামনে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। আমার স্কুল এবং এলাকার মানুষদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দেয়”।
সায়নীর এই সাফল্য শুধুমাত্র তাঁর পরিবারের নয়, বরং পুরো কালনা এলাকার গর্ব। এলাকার বাসিন্দারা জানান, সায়নী দাস তাঁদের মধ্যে থেকেই উঠে এসেছে এবং তাঁর অধ্যবসায় সকলের জন্য এক দৃষ্টান্ত।