নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৭,অক্টোবর :: জাতীয় সড়কের ধারে বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল বালি ভর্তি ট্রাক। বরাত জোরে রক্ষা পেলেন একটি পরিবার। ঘটনাটি ঘটেছে আজ,সোমবার ভোর তিনটি নাগাদ হরিশ্চন্দ্রপুর গামী পুরনো ৮১ নং জাতীয় সড়কে পূর্ব রাড়িয়াল গ্রামে।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুলসীহাটার দিক থেকে আসছিল বালি ভর্তি ট্রাকটি।
ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বাজারু ইসলামের বাড়িতে ঢুকে পড়ে ট্রাকটি। একটি শোয়ার ঘর ও একটি গোয়াল ঘর সম্পূর্ণভাবে ভেঙ্গে যায়।
অভিযোগ, রাড়িয়াল-বাগমারা মোড়ে ৩১ নং জাতীয় সড়কের উপর বহুদিন ধরে একটি দুই তলা বাড়ি বিপদজনক ভাবে দাঁড়িয়ে রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জায়গাটি অধিগ্রহণ করলেও বাড়িটি ভাঙার কোনও উদ্যোগ গ্রহণ করেননি।