নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১৮,এপ্রিল :: জাতীয় সড়কে অপরাধমূলক কাজ করার উদ্দেশ্যে থাকা এক দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ।ধৃতের নাম সেখ শামিম ওরফে বাদশা, সে বর্ধমান শহরের খাগড়াগরের বাসিন্দা। তার কাছ থেকে একটি পাইগান ও কার্তুজ উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ।
শুক্রবার ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ। বিচারক ধৃতের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে বর্ধমান শহরের জাতীয় সড়কের পাশে গোদা এলাকায় সন্দেহজনক ভাবে এক ব্যক্তি ঘোরাঘুরি করছে।
রাত ১০:৪০মিনিটে পুলিশ একটি পেট্রোলিং ভ্যান এলাকায় পৌঁছাতেই ধৃত ব্যক্তি পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ তাকে তাড়া করে ধরে ফেলে।
তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ধৃত সেখ শামিম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে অপরাধমূলক কাজের উদ্দেশ্যে জাতীয় সড়ক সংলগ্ন গোদা এলাকায় ছিল। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত এর আগেও চুরি,ছিনতাইয় সহ অপরাধমূলক মামলায় জেল খেটেছে।