নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বুধবার ২,এপ্রিল :: কাঁকসার বিরুডিহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি পরপর দুটি বাইকে ধাক্কা মারল। গুরুতর আহত হয় তিনজন বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে আজ সকাল দশটা নাগাদ কাঁকসার বিরুডিহায় ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর গামী রাস্তায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন।বাকি দুইজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানিয়েছেন একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইকে থাকা দুইজন আরোহীতে ধাক্কা মারে।
এর পর দুইজন আরোহী রাস্তার ধারে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ওই ছোট গাড়িটি ফের ১০০ মিটার দূরে আরো একটি বাইকে ধাক্কা মারে। তাতে একজন আরোহী ছিলো।দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।