নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ১,জানুয়ারি :: রাণীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় এবং তপসি মোড়ের কাছে দুটো বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, খবর পেয়ে পাঞ্জাবি মোড়ের পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা এসে
একটা গাড়ীর চালককে আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় অন্য আরেকটা গাড়ীর চালককে গ্যাস কাটার এনে গাড়ীর হ্যান্ডেল কেটে বার করা হচ্ছে। তপসির বাসিন্দা বল্টু বাউড়ী জানান রাতের অন্ধকারে গাড়ীর হেড লাইট চোখে পড়ে দিশাহারা হয়ে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।