নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শুক্রবার ২৩,জানুয়ারি :: প্রাত: ভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৭০ বছর বয়সী এক বৃদ্ধর। পলাতক ঘাতক গাড়ি। তদন্তে পুলিশ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার প্রফুল্লনগর ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা।
জানা যায় মৃতের নাম রামেশ্বর সরকার, বয়স ৭০ বছর, পরিবারের দাবি, প্রতিদিনের মতো এদিনও সকালে প্রাত: ভ্রমণে বেরিয়েছিল ওই বৃদ্ধ, হঠাৎই একটি গাড়ি এসে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলে গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় বৃদ্ধ।
পরিবারকে খবর দিলে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়ে। মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, পাঠানো হয় ময়না তদন্তে। অন্যদিকে ঘাতক গাড়ি সহ চালকের খোঁজে তলাশী শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

