জাতীয় সড়কে রাজেন্দ্র সাউয়ের হত্যার ঘটনা নিয়ে আসানসোলে রাজনৈতিক তরজা তুঙ্গে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: ২রা,মে :: দুদিন আগে জাতীয় সড়কে রাজেন্দ্র সাউয়ের হত্যার ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে । একদিকে বিজেপির বিধায়িকা অগ্নিমিত্র পালের বক্তব্য ৪৮ ঘন্টা হয়ে গেলেও বিজেপির কর্মকর্তার খুনের আততায়ীকে খুঁজে পেতে ব্যার্থ পুলিশ প্রশাসন । তারা কাটমানি খেয়ে আততায়ীকে খুঁজতে চাইছে না, এই খুনের ঘটনা সিবিআইকে দিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভি শিবদাসন দাশু জানান বাম আমলে প্রায় প্রত্যেক দিন এইরকম খুনের ঘটনা ঘটতো তখন বিরোধী দলের হয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তদন্ত দাবি করতো । বর্তমানে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর হাতেগোনা কয়েকটা ঘটনা ঘটছে। পুলিশ নিজেরা তদন্ত করছে ।

বিজেপির কাছে কোন ইসু না থাকাতে তারা রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে কথা বলছে তাদের হাতে রাজ্য সরকারের অন্য কোন ইসু নাই। বিজেপি সব মামলায় সিবিআই চাইছে মনে হচ্ছে বিজেপি সিবিআইয়ের এজেন্ট হিসাবে কাজ করছে। পুলিশ নিজের তদন্ত করছে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোন হস্তক্ষেপ করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =