নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৩,এপ্রিল :: ডাম্পার গাড়িতে কয়লা লোড করে দুর্গাপুর দিকে যাওয়ার পথে খানো ও বড়মুড়িয়া ১৯ নং জাতীয় সড়কে সিমেন্ট মাখানো ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মেরে মৃত্যু হল ডাম্পার চালকের গুরুতর জখম খালাসি চিকিৎসাধীন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
মৃত ব্যক্তির নাম নাইমুল শেখ বয়স ২৮ বছর। ঝাড়খণ্ডের পাকুড় থানার মদনমোহনপুরে তার বাড়ি। তিনি ডাম্পার গাড়ি চালাতে বর্ধমানের দিক থেকে দুর্গাপুর ডাম্পার গাড়িতে কয়লা লোড করে নিয়ে যাচ্ছিলেন । যাওয়ার পথে ১৯নং জাতীয় সড়ক খানো ও বড়মুড়িয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ঘটনায় গুরুতর জখম অবস্থায় ডাম্পার গাড়ির ড্রাইভার ও খালাসিকে গলসি থানার পুলিশ মঙ্গলবার বর্ধমানে নিয়ে আসলে চালক নাইমুল শেখকে মৃত্যু বলে ঘোষণা করে ও খালাসী ফারুক শেখ চিকিৎসাধীন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্ধমান থানার পুলিশ মইনুল শেখের মৃতদেহ ময়নাতদন্ত হলো এদিন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।