নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ৭,মে :: চারদিন পর ১৯ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সূর্যনগরে ডাকাতির ঘটনায় এক জনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম শেখ সরিফুল ।, সে বর্ধমান শহরের কাঞ্চননগরের বাসিন্দা । যদিও ধৃত ব্যক্তি প্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় তদন্তে সাক্ষীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই মামলায় ধৃত শেখ সরিফুলের জড়িত থাকার বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ দল নবাবহাট বাসস্ট্যান্ডে পৌঁছালে ধৃত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের বিষয়ে তার দোষ স্বীকার করেছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে চুরি যাওয়া টাকা এবং অলঙ্কার উদ্ধার হতে পারে। এছাড়া এই ঘটনায় অন্যান্য সহ-অভিযুক্তদের গ্রেফতার করা যাবে বলে পুলিশের অনুমান।