নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গড়বেতা :: সোমবার ০২,অক্টোবর :: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নং ব্লকের নয়াবসত গ্রাম পঞ্চায়েতের দরখোলা গ্রামের একমাত্র সেতু দূর্বল তবুও চলছে ঝুঁকির যাতায়াত। প্রসঙ্গত এই দূর্বল সেতু দিয়েই যাতায়াত করেন স্কুলের ছাত্র ছাত্রী থেকে প্রসূতি বয়স্ক বৃদ্ধ থেকে বৃদ্ধা।
এই সেতুটি দরখোলা সহ স্থানীয় ২৫-৩০ টি গ্রামের তো বটেই এমনকি জাতীয় সড়ক ৬০ এর বিকল্প বাইপাস হিসেবে ব্যাবহার হয়। কিন্তু অত্যন্ত সরু সংকীর্ণ ও নীচু তো বটেই এমনকি দূর্বল ও খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে। স্থানীয়রা সেতুর সংস্কার চায়। সংস্কার চায় সেতু দিয়ে যাতায়াত করা সকলেই।
এই দরখোলা গ্রাম বারবার রাজনৈতিক গুরুত্ব বুঝিয়েছে। কিন্তু তবুও কেন বঞ্ছিত প্রশ্ন জোরালো হচ্ছে। জানতে চায় অধিকাংশ গ্রামবাসী। কবে হবে সেতুর সংস্কার উন্নয়নে আপোষ কেন এই গুঞ্জন দরখোলার অলিতে গলিতে।
সেতুর সংস্কার প্রয়োজন মানছেন তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম থেকে সেতু দিয়ে সাধারন নিত্য যাতায়াত করা সকলেই। সেতুর সংস্কার দরকার মানছে স্থানীয় প্রশাসনও।