নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: শনিবার ৩০,মার্চ :: জাতীয় স্তরের তীরন্দাজির টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে বোলপুর স্টেডিয়ামে। উনত্রিশ, ত্রিশ ও একত্রিশ এই তিনদিনের জাতীয় স্তরের প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলে মোট দুশো জন প্রতিযোগী অংশ গ্রহণ করবে।
বীরভূম তীরন্দাজ এ্যাসোসিয়েশনের সম্পাদক ও রাজ্য সহ সভাপতি তারক হাজরা বলেন, এটা আমাদের গর্ব যে এখানে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ গ্রহণের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এখানে অর্জুন পুরস্কার প্রাপ্ত, অলিম্পিকস এবং এশিয়ান গেমসে মেডেল প্রাপকরা এখানে আসছেন (খেলতে নয়)। আমাদের বীরভূম টিম পাঁচ বার চ্যাম্পিয়ন ও পাঁচ বার রানার্স হয়েছে।