নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক / টোকিও :: রবিবার ৭,সেপ্টেম্বর :: জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা করেছেন। স্বাস্থ্যগত সমস্যা ও দলের অভ্যন্তরীণ চাপের জেরে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন বলে সরকারি সূত্রে জানা গেছে।তাঁর পদত্যাগে শাসকদল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-তে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে নেতৃত্ব নির্বাচনে তীব্র জটিলতা তৈরি হয়েছে। একদিকে অভিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, অন্যদিকে তরুণ নেতাদের একাংশও সক্রিয়ভাবে নেতৃত্বের দাবিদার হয়ে উঠেছেন। দলীয় বিভিন্ন গোষ্ঠী নিজেদের প্রার্থীর পক্ষে সমর্থন জোগাড়ে ব্যস্ত।
ফলে ভোটাভুটি বা সমঝোতা—কোন পথে নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অনিশ্চয়তা জাপানের নীতি নির্ধারণ ও আন্তর্জাতিক সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে। বিশেষত অর্থনীতি ও প্রতিরক্ষা নীতিতে স্থিতিশীলতার প্রশ্ন উঠছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী কে হবেন, সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে জাপান।