কুমার মাধব :: সংবাদ প্রবাহ : চাঁচল :: উত্তরপ্রদেশে যোগী রাজ্যে সাহারানপুর ও কানপুরে গত কয়েকদিনে বেশ কিছু বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে পৌর কর্তৃপক্ষ।তাদের মতে এগুলো অবৈধভাবে নির্মিত।তবে উচ্ছেদ অভিযানে রুখে দাঁড়ান এলাহাবাদের করেলি শহর ওয়েলফেয়ার পার্টির নেতা জাভেদ মুহাম্মদ।তাকে বেআইনি ভাবে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ।জাভেদ মুহাম্মদের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গে বিক্ষোভ দেখাচ্ছে দলের নেতা কর্মীরা।পরিপ্রেক্ষিতে সোমবার মালদহের চাঁচলেও র্যালি করে বিক্ষোভ দেখালো ওয়েল ফেয়ার পার্টির নেতা কর্মীরা। পরে চাঁচল মহকুমাশাসকের দপ্তরের সামনে ঘন্টাখানেক ধরে তুমুল বিক্ষোভ দেখান নেতা কর্মীরা।অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ।
জেলা নেতৃত্বের তরফে একাধিক নেতা কর্মী এদিন সামিল হয়েছিলেন চাঁচলের বিক্ষোভ মিছিলে।যোগী সরকারের বিরুদ্ধে বেলাগাম অভিযোগ তুলে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখানো হয়।পরে জাভেদ খানের মুক্তির দাবিতে মহকুমা শাসকের দপ্তরে একটি স্মারকলিপিও তূলে দেওয়া হয় তাদের তরফে।মালদা জেলা ওয়েলফেয়ার পার্টির সভাপতি ইউসুফ আলি অভিযোগ করে বলেন,যোগী সরকার বেআইনি ভাবে উচ্ছেদ চালাচ্ছে এবং গরীব মানুষদের সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে।এবং আন্দোলন কারী জাভেদ মুহাম্মদের মুক্তির দাবিতে আমাদের এই আন্দোলন।আমাদের দাবি না মানা হলে আরোও বৃহত্তর আন্দোলনে নামব।